এ আর রাকিবুল হাসান
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফজলুর রহমান গতকাল (শনিবার ১৩ নভেম্বরে ) স্কুল বন্ধ রেখে প্রায় ৪”শ শিষার্থীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালান।প্রায় ৮ কিলোমিটার পায়ে হেঁটে প্রচারণা শেষে শিক্ষার্থীদের নিয়ে ওই প্রার্থীর বাড়িতে দুপুরে খিচুড়ি ভাত খাওয়া হয়।
এ ঘটনায় বিক্ষুব্দ হয়ে পড়েছেন অবিভাবকরা । শিক্ষার্থীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় উঠে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,, ফজলুর রহমানের বিরুদ্ধে এই রকম অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।