দলের শৃংখলা ভঙ্গ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ গ্রহনের অপরাধে যশোরের বাঘারপাড়া উপজেলার ১৪ জন কে বহিষ্কারের জন্য যশোর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি/ সম্পাদক বরাবর লিখিত সুপারিশ করেছেন।
যাদের বহিষ্কার করা হয়েছে-
জোহরপুর ইউনিয়ন- মোল্যা বদর উদ্দীন (সাবেক উপজেলা সহসভাপতি), আলমগীর হোসেন ( যুগ্ম-আহবায়ক,সৈনিক লীগ ) ।
বন্দবিলা ইউনিয়ন- জিয়াউর রহমান জয় (সাধারন সম্পাদক,ওয়ার্ড আওয়ামী লীগ ) ।
রায়পুর ইউনিয়ন- মনজুর রশিদ স্বপন ( সদস্য,ইউ,আওয়ামী লীগ ), মোশারেফ হোসেন ( সাবেক সহ সভাপতি,ইউ,আওয়ামী লীগ )।
নারিকেল বাড়ীয়া- আবু তাহের আবুল সরদার (সভাপতি, তাঁতী লীগ,উপজেলা শাখা ) ।
ধলগ্রাম ইউনিয়ন- আতিয়ার সরদার ( সদস্য,ইউ,আওয়ামী লীগ ) ।
দোহাকুলা ইউনিয়ন- অরুণ অধিকারী ( সভাপতি, ইউ,আওয়ামী লীগ ) ।
দরাজহাট ইউনিয়ন- মোহাম্মাদ আলী ( সভাপতি,ইউ,কৃষক লীগ ), আয়ুব হোসেন বাবলু ( ওয়ার্ড আওয়ামী লীগ ) , রফিকুল ইসলাম ( সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগ ), ইকবাল হোসেন (সাধারন সম্পাদক,ওয়ার্ড আওয়ামী লীগ ) ।
বাসুয়াড়ী ইউনিয়ন- আবু সাইদ ( যুগ্ম-আহবায়ক,সৈনিক লীগ ) , মিজানুর রহমান ( দলীয় পদ নেই ) ।