তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাঘারপাড়ায় সাধারণ কিছু তুচ্ছ গোলোযোগের ঘটনা ছাড়া সূষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ৯ টি ইউনিয়নের মধ্যে বন্দবিলা ইউনিয়নে ওয়ার্কাস পার্টির প্রার্থী সব্দুল হোসেন খান পুনরায় নির্বাচিত হয়েছেন। রায়পুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মঞ্জুর রশীদ স্বপন পূনরায় নির্বাচিত হয়েছেন।
যারা নির্বাচিত হলেন- জোহরপুর ইউনিয়নে আসাদুজ্জামান মিন্টু (নৌকা ),বন্দবিলায় সব্দুল হোসেন খান (হাতুড়ী ), রায়পুরে মঞ্জুর রশীদ স্বপন (আনারস ), নারিকেল বাড়িয়ায় বাব্লু কুমার সাহা (নৌকা ), দোহাকুলায় অহিদুর রহমান আবু মোতালেব (নৌকা ), দরাজহাটে জাকির হোসেন (নৌকা ) ধলগ্রামে রবিউল ইসলাম রবি (নৌকা ),জামদিয়ায় আরিফুল ইসলাম তিব্বত (নৌকা ) ও বাসুয়াড়ী ইউনিয়নে আমিনুর রহমান সরদার (নৌকা ) নির্বাচিত হয়েছেন।