অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগর থানা পুলিশ ২০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার রাতে থানার এসআই শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ নওয়াপাড়ার ড্রাইভারপাড়া এলাকা থেকে দুইজনকে আটক করে।
আটককৃত হলো- ড্রাইভারপাড়া এলাকার মৃত নূর ইসলাম খানের ছেলে মোহাম্মাদ আলী (২৫) ও তরফদারপাড়া এলাকার আবদুর রশিদ মোল্যার ছেলে তাজু মোল্যা (২৩)।
থানার ওসি একেএম শামীম হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০পিস ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার দুপুরে তাদেরকে যশোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।