শুক্রবার (৩ ডিসেম্বর) কুষ্টিয়া জেলার গাংনী থেকে গুলি ও মাদকসহ দুইভাইকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
আটকৃতরা হচ্ছেন- আবেদ আলী (৪৮) ও আজাদ আলীকে (৩৮) । উপজেলার করমদী মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোররাতের দিকে চৌকস পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি আবেদ আলীর করমদী গ্রামের মধ্যপাড়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে। এসময় আবেদ আলীর বাড়ি তল্লাসি করে ফেনসিডিল ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় ।
তিনি আরোও জানান, আবেদ আলীর বিরুদ্ধে গাংনী থানায় ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর ও ২০২০ সালের ১৩ মে দায়ের করা দুটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও আগ্নেয়াস্ত্র আইনে পৃথক দুটি মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।