মালীতে স্থানীয় একটি বাজারে যাওয়ার সময় যাত্রীবাহী বাসে জঙ্গিদের হামলায় কমপক্ষে ৩১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন । এসময় আরো অনেকে হয় নিখোঁজ কিংবা আহত হয়েছেন।
কর্তৃপক্ষ জানায়, বাসে আগুন দেওয়ার আগে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালায় এবং চালককে হত্যা করে।
শহর ব্যাঙ্কাসের মেয়র মৌলে গুইন্দো বলেছেন, সশস্ত্র লোকেরা গাড়িতে গুলি চালায়, টায়ার কেটে দেয় এবং লোকদের ওপর গুলিবর্ষন করে।
ইএফই নিউজ এজেন্সিকে জানায়, নিহতদের বেশিরভাগই নারী যারা বাজারে কাজ করতে যাচ্ছিলো।বিবিসি