বাঘারপাড়া পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনাকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার গভীর রাতে উপজেলার দোহাকুলাস্থ নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মনা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল খালেক বিশ্বাসের মেঝো ছেলে। শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া একই সময় দরাজহাট ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক খন্দকার মুক্তাদির হোসেন টগর ও জহুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক বিল্লাল হোসেনকে আটক করা হয়। টগর উপজেলার হাবুল্যা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। বিল্লাল বর্তমান যশোর উপশহর এলাকার আবেদ আলীর ছেলে।
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আলম টিপু জানান, যশোর কোতোয়ালী থানার একটি নাশকতার মামলায় উল্লেখিতদের আটক করা হয়েছে।
বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন জানান,যশোর কোতোয়ালী থানার একটি মামলায় বাঘারপাড়া থানা পুলিশের সহায়তায় তাদেরকে আটক করা হয়।