চুয়াডাঙ্গা জেলা সদরের আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইজন কে ছুরিকাঘাতে জখম করার অভিযোগ উঠেছে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই ২ জন আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন বিশ্বাসের কর্মী বলে জানা গেছে।
আহতরা হচ্ছেন- রাজু আহমেদ ওরফে রাজিব (২৮) ও রাসেল (২৩)।
আহত দুজন ইউনিয়নের জোড়াঘাটা গ্রামের হুসুকপাড়ার আব্দুস সাত্তারের ছেলে ।
রবিবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আলুকদিয়া ইউনিয়নের জোড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন ।
স্থানীয়রা জানান, এদিন সকাল ১১টার দিকে জোড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গেলে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা তাদের কুপিয়ে জখম করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, আহতদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহৃ দেখা গেছে। ধারণা করা হচ্ছে ধারালো কোনো অস্ত্র দিয়ে কোঁপানো হয়েছে। আহতরা এখন শঙ্কামুক্ত।