গনবিক্ষোভের কারনে ক্ষমতায় পূনর্বহালের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পদত্যাগের ঘোষনা দিয়েছে, সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদক।
তিনি এক টেলিভিশন ভাষনে বলেছেন, তিনি দেশটিকে “বিপর্যয়ের দিকে যাওয়া থেকে ফিরিয়ে আনতে” তার যথাসাধ্য চেষ্টা করেছেন। কিন্তু “সমঝোতায় পৌঁছানোর জন্য যা দরকারি, সব কিছু করার পরও…সেটি ঘটেনি”।
তিনি বলেন, সুদান একটি “বিপজ্জনক মোড়ে রয়েছে, যা তার সমগ্র অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে”।
“আমি দায়িত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি, এবং এই মহান দেশের অন্য একজন পুরুষ বা নারীকে সুযোগ দেব… একটি বেসামরিক গণতান্ত্রিক দেশে উত্তরণের জন্য অন্তর্বর্তীকালীন সময় পার করতে সাহায্য করার জন্য।”
রোববার রাজধানী খার্তুম ও ওমদারমান শহরের রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা “জনগণের কাছে ক্ষমতা” দেয়ার পক্ষে স্লোগান দেয় এবং সামরিক বাহিনীকে রাজনীতি ছেড়ে দেওয়ার আহ্বান জানায়।
গত অক্টোবরে সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর মি. হামদককে গৃহবন্দী করেছিল। কিন্তু যার নেতৃত্বে সেনা অভ্যুত্থান হয়, তার সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তির পর তাকে প্রধানমন্ত্রী পদে পুনর্বহাল করা হয়।
সম্পূর্ণ বেসামরিক শাসনের দাবিতে চলমান বিক্ষোভে অংশগ্রহণকারীরা চুক্তিটি প্রত্যাখ্যান করে।
তার পদত্যাগের দিনে খার্তুমে দিনভর বিক্ষোভ হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন যে ওই বিক্ষোভের সময় কমপক্ষে দু’জন নিহত হয়েছেন।