1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বুটেক্সের আবাসিক হলের ছাত্র করোনা আক্রান্ত - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন

বুটেক্সের আবাসিক হলের ছাত্র করোনা আক্রান্ত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৩৭৬ জন খবরটি পড়েছেন

বুটেক্স প্রতিনিধি ।।

বাংলাদেশে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এর ৪৫ তম ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সাফি আহমেদ (২২) করোনা আক্রান্ত। সে বুটেক্সের সৈয়দ নজরুল ইসলাম হলের আবাসিক ছাত্র।

আক্রান্ত শিক্ষার্থীর সাথে কথা বলে জানা গেছে, ফেব্রুয়ারীর ৮ তারিখ থেকে তার ঠান্ডা-কাশি লাগে। প্রথম দিকে সাধারন ইনফ্লুয়েঞ্জা মনে করে সে বিষয়টি আমলে না নিলেও পরে করোনার বেশির ভাগ উপসর্গ দেখা দিলে, জানুয়ারীর ১২ তারিখে করোনা টেস্টের সিদ্ধান্ত নেয়।

মিরপুরের সরকারি ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ব্রাক নমুনা কালেকশন বুথ থেকে করোনা টেস্টের পর ১৩ তারিখে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

জানা যায়, আক্রান্ত শিক্ষার্থী সৈয়দ নজরুল ইসলাম হলের ৬১০ নাম্বার রুমে থাকত এবং সর্বশেষ গত ১১ তারিখে সেখানে অবস্থান করেছিল।

আক্রান্ত শিক্ষার্থীর ব্যপারে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে এবং উক্ত রুমের বাকী শিক্ষার্থীদের আইসোলেশনে নেওয়া হবে কিনা তা জানতে সৈয়দ নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড. জালাল উদ্দিনেের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও, তিনি বক্তব্য দিতে চাননি।

আক্রান্ত শিক্ষার্থী তার ফেসবুক টাইমলাইনে লিখেছে, “আজকে থেকে ভার্সিটিতে অফলাইনে পরীক্ষা হওয়ার কথা ছিলো, আর আজকেই আমার করোনা টেস্ট পজিটিভ আসছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আন্দোলন না হলে আমার এখন ইয়ার ক্রাশ থাকতো।”

আক্রান্ত শিক্ষার্থীর রুমে মোট ৮ জন শিক্ষার্থী ছিলেন এবং এ ঘটনায় নজরুল ইসলাম হলের সাধারন শিক্ষার্থীরা আতংকগ্রস্থ হয়ে পড়েছেন।

উল্লেখ্য, গত ৮ ও ৯ জানুয়ারী বুটেক্স শিক্ষার্থীরা করোনা পরিস্থিতিতে অনলাইন পরিক্ষার নীতিমালার দাবিতে দিনভর সড়ক অবরোধ ও শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews