1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
অভয়নগরে ইউপি মেম্বার উত্তম সরকার হত্যাকান্ডঃ যুবলীগ নেতা বুলেট বহিস্কার - টেলিগ্রাফ বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :

অভয়নগরে ইউপি মেম্বার উত্তম সরকার হত্যাকান্ডঃ যুবলীগ নেতা বুলেট বহিস্কার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২৪১ জন খবরটি পড়েছেন
নিহত উত্তম বিশ্বাস ও আটক যুবলীগ নেতা বুলেট


অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি প্রজিৎ কুমার বিশ্বাস ওরফে বুলেটকে তাঁর পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সুন্দলী ইউনিয়নের নবনির্বাচিত মেম্বার উত্তম সরকার হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে ইউনিয়ন যুবলীগ তাকে বহিস্কার করে।

জানাগেছে, গত সোমবার (১০ জানুয়ারি) রাতে সুন্দলী ইউনিয়নের নবনির্বাচত মেম্বার উত্তম সরকারকে তাঁর বাড়ির সামনে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাতে নিহতের স্ত্রী শ্রাবন্তী সরকার বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে অভয়নগর থানায় হত্যা মামলা দায়ের করে। ওই দিন রাতে সুন্দলী ইউনিয়নের ছোট সুন্দলী গ্রামে অভয়নগর থানা ও যশোর জেলা ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে বুলেটকে আটক করে।

বুলেটের স্বীকারোক্তি মোতাবেক বুধবার গভীর রাতে তাঁর ঘরে তল্লাশী চালিয়ে হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্রের তিনটি তাজা গুলি উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে শনিবার দুপুরে সুন্দলী ইউনিয়ন যুবলীগের সভাপতি অরুপ মল্লিক ও সাধারণ সম্পাদক পল্লব বিশ্বাস মোবাইল ফোনে জানান, ইউপি মেম্বার উত্তম সরকার হত্যাকান্ডে জড়িত থাকা ও সংগঠন বর্হিভূত কর্মকান্ডে সম্পৃক্ততার অভিযোগে ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রজিৎ কুমার বিশ্বাস ওরফে বুলেটকে তাঁর পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার রাতে ইউনিয়ন যুবলীগের এক জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়।

‘যুবলীগে সন্ত্রাসীদের কোন ঠাঁই নেই’ বলে উপজেলা যুবলীগের আহবায়ক মো. তালিম হোসেন মোবাইল ফোনে জানান, সুন্দলী ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রজিৎ কুমার বিশ্বাস ওরফে বুলেটকে তাঁর পদ থেকে সাময়িক বষ্কিার করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews