মাদারীপুর প্রতিনিধি ।।
মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপ নির্বাচনে বৃহস্পতিবার দুই গ্রুপের মধ্যে সংর্ঘষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের ১০৪ নং নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণের সময় এ ঘটনা ঘটে।
মাদারীপুরের সংসদ সদস্য, সাবেক নৌপরিবহণমন্ত্রী শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান ভোট কেন্দ্রের ভিতরে যাওয়া-আসাকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।পরে উভয় গ্রুপ সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে দ্রুত র্যাব, দাঙ্গা পুলিশ, ডিবিসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ও রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ, আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপ নির্বাচনে ১০৪ নং নয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে মাদারীপুরের সংসদ সদস্য, সাবেক নৌপরিবহণমন্ত্রী শাজাহান খানের ছেলে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসিবুর রহমান খান তার লোকজন নিয়ে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক রেজাউল করিম শাহিন চৌধুরীর পক্ষে ভোট কেন্দ্রের ভিতরে যাওয়া-আসা করেন। এই যাওয়া-আসাকে কেন্দ্র করে প্রতিপক্ষ আনারস প্রতীক হাজ্বী মো. মোহাসিন মিয়ার সমর্থক মিজানুর রহমানের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়।
এ সময় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র্যাব,ডিবি পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছু সময় ভোট গ্রহণ বন্ধ থাকলেও পরে আবারো শুরু হয় ভোটগ্রহণ।
গুরুতর আহত সুমন শেখ ও এনামুল হককে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া হারুন চৌধুরী, রিপন শেখ ও রাজৈর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাগর হোসেন উজিরসহ অন্যদেও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসিবুর রহমান খান বলেন, আমি পর্যবেক্ষক কার্ড নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছিলাম। তবুও তারা ঝামেলার সৃষ্টি করেছে।
আনারস প্রতীকের হাজ্বী মো. মোহাসিন মিয়ার সমর্থক মিজানুর রহমান বলেন, আসিবুর রহমান খান তার সাঙ্গপাঙ্গ নিয়ে ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করে জাল ভোট দেয়ার পায়তারা করেছিলেন। আমি বাধা দিলে বাকবিতন্ড হয়।
রাজৈর উপজেলার নয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল হাকিম হাওলাদার জানান, ভোটকেন্দ্রের বাইরে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়। পরে ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানালে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুজ্জামান বলেন, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনসহ আমি ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করেছি।