মোল্যারহাট প্রতিনিধি।।
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি ভূয়া দলিলে জবর-দখল করায় বাঁধা কে কেন্দ্র করে নারীসহ ৪ জন কে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে।
শুক্রবার ( ২৮ জানুয়ারি ) জেলার মোল্যারহাটের ঘোড়া দাইড় গ্রামে এ ঘটনা ঘটে । আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হচ্ছেন- দেবাশীষ ভদ্র (৩৬),দশোরাত বাড়ৈ (৫২), অঞ্জনা ভৌমিক (৪০) ও পলাশ ভৌমিক (৫০)।
জানা গেছে, ওই গ্রামের কার্তিক ভদ্রর ১৩ শতাংশ ফসলী জমি একই এলাকার সাহেব আলী শরীফ ভূয়া দলিল মূলে ৫/৬ মাস পূর্বে জবর-দখল করে। এ ঘটনায় কার্তিক ভদ্র মোল্লাহাট থানা ও ভূমি অফিসে অভিযোগ দায়ের করলে ভূমি অফিস কর্তৃক অভিযোগের ভিত্তিতে কাগজপত্র পর্যালোচনায় সাহেব আলী শরীফের দলিল ভূয়া প্রমাণিত হওয়ায় তাকে ওই জমির দখল ছেড়ে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।
শুক্রবার কার্তিক ভদ্রর ওই জমির পাকা সরিষা তুলতে গেলে সাহেব আলী শরীফের নেতৃত্বে ৬/৭ জনের একদল দুবৃর্ত্ত ভূমি অফিসের সিদ্ধান্ত অমান্য করে তাদেরকে হামলা করে। এসময় তারা আত্মরক্ষার্থে দৌড়ে বাড়িতে চলে যায় । একপর্যায়ে দূর্বৃত্তরা ধাওয়া করে কার্তিক ভদ্রর বাড়িতে গিয়ে পুরুষ-মহিলা সকলকে বেধড়ক মারপিট করে ।
স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম মোল্লা ঘটনা নিশ্চিত করে বলেন, কার্তিক ভদ্রর জমি ভূয়া দলিলের মাধ্যমে জোর-দখল করছে সাহেব আলী শরীফ। এ হামলার ঘটনায় ওই হিন্দু সম্প্রদায় চরম ভীত অবস্থায় রয়েছে।
জানতে চাইলে মোল্লাহাট থানার ওসি সোমেন দাস বলেন, ক্ষতিগ্রস্থরা থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।