ষাট বছর বয়স হলে শুধু আল্লাহর উপর ভরসা করবেন, অন্যর উপর নির্ভর করতে হবে না।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠান শেষে আয়োজিত সমাবেশে কমিউনিটি নেতা গয়াছুর রহমানের, সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি এমন মন্তব্য করেন।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার বয়স্ক ভাতা দিচ্ছে। আগামীতে সকল মানুষ ভাতা পাবে। চার দিন হলো আমরা সিদ্ধান্ত নিয়েছি, দেশের প্রতিটি মানুষ কিছু কিছু করে টাকা সরকারের কাছে জমা দিবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক – দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভির, আশরাফী চৌধুরী বাবু, অধ্যক্ষ সুজাত আলী রফিক, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত মাসুম মিয়াসহ প্রমুখ।