স্টাফ রিপোর্টার।।
অভয়নগর উপজেলার রাজঘাটে স্থাপিত মেছেরাবাদ পীরবাড়ি মাদরাসায় তিনদিনব্যাপী ফাতেহা শরীফ শুক্রবার বাদ মাগরিব আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।
সমাপনী দিনে মেছেরাবাদ আলেয়াতুন্নেছা খানকা শরীফের পরিচালক আলহাজ্ব মৌ: মুহা: রবিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের উপদেষ্টা এসএম ফারুক আহমেদ। তিন দিনব্যাপী অনুষ্ঠিত ফাতেহা শরীফে হাজারও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ গ্রহণ করেন। আখেরী মোনাজাত পরিচালনা করেন, আলহাজ্ব মৌ: মুহা: রবিউল হক।