1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
বাঘারপাড়া চাঁদা না দেয়ায় কলেজ শিক্ষক কে হাতুড়ি পেটা - টেলিগ্রাফ বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিচার শুরুর আগেই না ফেরার দেশে মাগুরায় ধর্ষিতা সেই শিশুটি চট্টগ্রামে বাস চাপায় অটোরিকশার ভাই-বোনসহ তিনজন নিহত মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার গভীর প্রকাশ মাগুরার নির্যাতিত শিশুটি আর নেই আড়াইহাজারে ইউপি চেয়ারম্যানের ১৪ হাজার কোটি টাকার লেনদেন, দুদকের মামলা স্পর্শিয়ার প্রেমে পড়েছেন এক সাথে দুই ভাই ! হাফেজ যমজ ভাইয়েরা, একসঙ্গে বুয়েট ও চুয়েটে সাফল্য নরসিংদীতে ৩ লাখ ৭১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল নির্বাচনের সাড়ে তিন বছর পর বিজয়ী শামসুজ্জামান

বাঘারপাড়া চাঁদা না দেয়ায় কলেজ শিক্ষক কে হাতুড়ি পেটা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৮০১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

বাঘারপাড়া প্রতিনিধি।।

চাঁদা না দেয়ায় বাঘারপাড়ার চিত্রা মডেল কলেজের তথ্য যোগাযোগ ও প্রযুক্তি এবং কম্পিউটার বিষয়ের (আইসিটি) প্রভাষক মিলন হোসেনকে হাতুড়িপেটা করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) বেলা ১টায় কলেজের পাশে এ ঘটনা ঘটে।

প্রভাষক মিলন হোসেন শালিখা উপজেলার রায়জাদাপুরের খয়বার সরদারের ছেলে। তিনি বর্তমানে বন্দবিলা ইউনিয়নের প্রেমচারা গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন।     

হাসপাতালে চিকিৎসাধীন মিলন হোসেন জানান, গত শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় মাগুরার শালিখা উপজেলার ভরতপুর গ্রামের প্রভাবশালী রবি সিকদারের নেতৃত্বে ১০-১৫ জন সন্ত্রাসী তার বাড়িতে গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। পরে সোমবার বেলা পৌনে ১টার দিকে রবি শিকদার কৌশলে কলেজের হিসাববিজ্ঞানের শিক্ষক আতর আলীকে ফোন দিয়ে বলেন, কিছু সন্ত্রাসী মিলনকে মারতে কলেজে যাচ্ছে। ওই শিক্ষক এই খবরটি মিলনকে দিলে তিনি সাথে সাথে অধ্যক্ষকে বিষয়টি জানান। এ সময় অধ্যক্ষ কোহিনুর রহমান তারক তাকে কলেজ থেকে বাড়ি চলে যেতে বলেন।

পরে নিজের মোটরসাইকেলে করে মিলন হোসেন বাড়ির উদ্দেশ্যে রওনা হলে কলেজের পাশে গাইদঘাট জামে মসজিদের সামনে পৌঁছালে রবি শিকদারের উপস্থিতিতে ভরতপুর গ্রামের নাজমুল, শাকিল, সবুজ, নুর নবী ও ইসমাইলের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে বেধড়ক মারধর ও হাতুড়িপেটা করে।

খবর পেয়ে আশেপাশের লোকজন ও কলেজের শিক্ষার্থীরা গিয়ে ওই শিক্ষককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

এ ব্যাপারে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মকবুল হোসেন জানান, বিষয়টি তার জানা নেই। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews