রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি।। “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় দেবহাটা উপজেলাতেও শুরু হতে যাচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ।
এ উপলক্ষ্যে দেবহাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে শনিবার (২৩ জুলাই,) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী।
সংবাদ সম্মেলনে কর্মকর্তাবৃন্দ মৎস্য উৎপাদন বৃদ্ধি, মৎস্য চাষাবাদে করনীয় সর্বোপরী মাছে ভাতে বাঙালী এই কথাটি বাস্তবে রুপ দিতে করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া আগামী এক সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা সম্পর্কে সাংবাদিকদেরকে অবগত করেন। এক প্রশ্নের জবাবে কর্মকর্তাবৃন্দ জানান, অসৎ মৎস্য ব্যবসায়ী যারা চিংড়িতে বিভিন্ন অপদ্রব্য পুশ করে বা বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করাসহ বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হচ্ছে। এসময় দেবহাটা রিপোটার্স ক্লাবের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।