বাঘারপাড়া প্রতিনিধি ।।
বাঘারপাড়ায় উৎসব মুখর পরিবেশে পৌর বিএনপির নেতৃত্ব নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এদিন উপজেলার মিরপুর দাখিল মাদ্রাসায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন চলে।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুটি প্যানেলে চারজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। একটি প্যানেলে সাবেক পৌরসভা মেয়র আব্দুল হাই মনা ও আবদুল আলিম এবং অপর প্যানেলে মোঃ সদরআলী ও আব্দুর রহমান মিন্টু প্রতিদ্বন্দিতা করেন।
উৎসব মুখর এই নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল হাই মনা ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান মিন্টু।
সাংগঠনিক সম্পাদকের দু’টি পদের বিপরিতে তিন জন প্রতিদ্বন্দিতা করেন। এতে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী খন্দকার মেহেদি হাসান ও হাবিবুর রহমান।
প্রতিটি ওয়ার্ডে ৭১ জন করে নয়টি ওয়ার্ডের মোট ভোট সংখ্যা ছিলো ছয়শত উনচল্লিশ। এর মধ্যে তেরটি ভোট বাদে বাকি সকল ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে আব্দুল হাই মণার প্রাপ্ত ভোট তিনশত পনের ও তার নিকটতম প্রতিদ্বন্দি সদর উদ্দীন পেয়েছেন দুইশত নব্বই ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুর রহমান মিন্টু পেয়েছেন তিনশত দশ ও নিকটতম আব্দুল আলীম পেয়েছেন দুইশত চুরাশি। সাংগঠনিক সম্পাদক পদে প্রকৌশলী খন্দকার মেহেদি হাসান পেয়েছেন চারশত তিপ্পান্ন ও হাবিবুর রহমান পেয়েছেন দুইশত একাত্তর ভোট। এ পদে অপর প্রার্থী গোলাম মোস্তফা পেয়েছেন দুইশত চব্বিশ ভোট।
ভোট গ্রহন শেষে প্রধান নির্বাচন কমিশনার জেলা বিএনপি নেতা গোলাম রেজা দুলু ভোটের ফলাফল ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা এ্যাড, সৈয়দ সাবেরুল হক সাবু, মারুফুল ইসলাম মারুফ, কাজী আজম প্রমুখ।