অভয়নগর (যশোর) প্রতিনিধি।
অভয়নগরের নওয়াপাড়ায় ঢাকা ব্যাংকের ১১০তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নওয়াপাড়ার আকিজ সিটি দরবার হলে নওয়াপাড়াবাসীদের জন্য ব্যাংকিং খাত ও সেবাকে আরও একধাপ এগিয়ে নেয়ার জন্য এই শহরে এ শাখার শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে নওয়াপাড়া আকিজ সিটি ১১০তম শাখার শুভ উদ্বোধন করেন, আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন (সিআইপি)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার। স্বাগত বক্তব্য রাখেন, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমরানুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির, ঢাকা ব্যাংকের পরিচালক আলতাফ হোসেন সরকার, মো. হায়াতুজ্জামান, নওয়াপাড়া আকিজ সিটি শাখার ব্যবস্থাপক রাজিব হাসান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী আবদুর রউফ মোল্যা, নওয়াপাড়া প্রেসক্লাবের দফতর সম্পাদক শাহিন আহমেদ, সদস্য জাকির হোসেন হৃদয়সহ ব্যবসায়ী, আকিজ জুট মিলের কর্মকর্তা ও ঢাকা ব্যাংকের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন মাওলানা মো. ইব্রাহিম খলিল।