অভয়নগর প্রতিনিধি।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে অভয়নগরে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করা হয়েছে। আজ মঙ্গলবার মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণের আয়োজন করেন দক্ষিণবঙ্গের স্বনামধন্য চিকিৎসক ও যশোর মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার।
শুধু এদিন নয়; এর আগে তিনি বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা এবং যশোর সদর উপজেলার বসুন্ধিয়া ইউনিয়নে শতাধিক ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন।
এদিন সকাল ১১ টা থেকে শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত চলে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম। এ সময়ের মধ্যে ১১৫ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. নিকুঞ্জ বিহারী গোলদার। একই সাথে বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়।
এর আগে সকালে এ উপলক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা সুনিল দাস। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, আশার আলো উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শামসুর নাহার নাসিমা, ইউপি সদস্য মাসুদ রানাসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।
ডা. নিকুঞ্জ বিহারী গোলদার বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকেই প্রত্যন্ত অঞ্চলের মানুষের সেবা করে চলেছি। যতদিন বেঁচে থাকবো, ততদিন এলাকার মানুষের সেবা করে যাব। আমার এ কর্মকান্ড অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, যশোর মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার যশোর-৪ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। এ লক্ষ্য নিয়েই নির্বাচনী এলাকায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন তিনি।