ব্যাংকের আমানতের ওপর সুদ হারে বেঁধে দেয়া সীমারেখা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আমানতের সুদ হার নিজেরাই নির্ধারণ করতে পারবে। অর্থাৎ গ্রাহককে ইচ্ছেমতো হারে সুদ দিতে পারবে প্রতিষ্ঠান।
রোববার চলতি ২০২২–২৩ অর্থবছরের শেষ ছয় মাসের জন্য ঘোষিত মুদ্রানীতিতে এ কথা বলা হয়েছে। মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
আমানতে সুদের সীমা পুরোপুরি তুলে নেয়া হয়েছে জানিয়ে গভর্নর বলেন, ‘এখন থেকে ব্যাংকগুলো সামর্থ্য অনুযায়ী আমানতের সুদ দেবে।’