সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া
বিলাল মাহিনী।
বিশিষ্ট কবি, লেখক, সাহিত্য সংগঠক, বাংলাদেশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধ ডাঃ ফজল মোবারক(৮২) আজ ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) । তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দক্ষিণ বঙ্গের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে।
মরহুমের নামাজে জানাযা ০১ মার্চ (বুধবার) জোহর নামাজের পর নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। কবিভক্তদের প্রার্থনা এই সজ্জন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন। ভৈরব সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ।
কবি ডা. ফজল মোবারকের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন অভয়নগরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সিংগাড়ী বাজারস্থ ভৈরব সংস্কৃতি কেন্দ্রের সভাপতি নাট্যকার হাফিজ আকুন্জী, সহ সভাপতি সাংবাদিক আমিনুর রহমান, সাধারণ সম্পাদক শিল্পী সব্যসাচী বিশ্বাস, নির্বাহী সম্পাদক কবি বিলাল মাহিনীসহ সকল নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এছাড়াও বাংলাদেশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি নাঈম নাজমুল, সাধারণ সম্পাদক জি এম মনিরুজ্জামান মনি, ভৈরব চিত্রা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাস্টার আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইরান, জয়েন্ট সেক্রেটারি প্রভাষক বিলাল মাহিনী মরহুম কবি ডা. ফজল মোবারকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও নওয়াপাড়া ইনস্টিটিউট, নওয়াপাড়া প্রেসক্লাব, সিংগাড়ী আঞ্চলিক গণ গ্রন্থাগার ও অভয়নগর তরুণ পাঠাগার নেতৃবৃন্দ কবির কবির বিদেহী আত্মার প্রতি সমবেদনা জানিয়েছেন।