পবিত্র রমজান উপলক্ষে খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে ১১ এপ্রিল রংপুর বিএসটিআই এর উদ্যোগে কুড়িগ্রাম জেলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ২০০০০/- জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, অভিযানে বিএসটিআই হতে মান সনদ গ্রহণ না করে লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় (১) মেসার্স জান্নাত ফুড এন্ড বেকারি, ডিপুপাড়া, পুরাতন স্টেশন রোড, কুড়িগ্রামকে দশ হাজার (১০০০০) টাকা এবং মানসনদ গ্রহণ না করে আইস ললি উৎপাদন, বিক্রয় ও বিতরণ করার অপরাধে একই আইনে (২)মেসার্স লিমন আইসস্ক্রীম ফ্যাক্টরি, পুরাতন পশু হাসপাতাল রোড, কুড়িগ্রামকে দশ হাজার(১০০০০) টাকা সহ মোট বিশ হাজার (২০০০০) টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিনহাজুল ইসলাম। প্রসিকিউটর ছিলেন জনাব মোঃ দেলোয়ার হোসেন,ফিল্ড অফিসার (সিএম) ও জনাব প্রান্তজিত সরকার, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।