বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।
যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের বিভিন্ন এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
সোমবার (১৭ এপ্রিল) বিকেল ৫ টা থেকে এ ইউনিয়নে বিভিন্ন এতিমখানায় ঘুরে ঘুরে এ ইফতার সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ ইউনুছ আলী, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ সরদার, আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ, স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ পলাশ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল কাদের, দোহাকুলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফিরোজ মেম্বার, আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সাদ্দাম হোসেন টুলু, ছাত্রলীগ নেতা সাদ খান, শাহরিয়ার তামিম প্রমুখ।