দেবহাটা প্রতিনিধি। দেবহাটায় নবাগত সহকারি কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো. শরীফ নেওয়াজ। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরের দিকে দেবহাটাতে যোগদান করেন তিনি।
খুলনা জেলার তেরখাদা উপজেলার বাসিন্দা মো. শরীফ নেওয়াজ প্রশাসন ক্যাডারের ৩৮তম ব্যাচের একজন দক্ষ অফিসার। ইতোপূর্বে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। যোগদানের আগমুহুর্তে নবাগত এসিল্যান্ড শরীফ নেওয়াজকে অভ্যর্থনা জানান উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। এরপরে উপজেলার নির্বাহী কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এসময় নির্বাহী অফিসার নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজকে সুষ্ঠুভাবে পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ন দিকনির্দেশনা প্রদান করেন।