প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগরে জেন্ডার উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার জন্য পুরুষ ও কিশোরদেরকে সম্পৃক্তকরণ বিষয়ে অংশীজন সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদের একটি হলরুমে পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের আয়োজনে এবং বাংলাদেশ এনভায়রমেন্ট এন্ড ডেভলপমেন্ট সোসাইটি (বেডস) এর সহযোগিতায় ইকোমেন প্রকল্পের আওতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্যামনাগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ। সংলাপে সরকারি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে দুটি প্যানেল করে প্রশ্ন উত্তর-পর্বের মাধ্যমে সংলাপটি অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শাহিনুল ইসলাম, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রোগ্রাম অফিসার (ওসিসি) প্রণব কুমার বিশ্বাস, শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সিনিয়ার কনসালটেন্ট সাবরিনা সুলতানা ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক গাজী আল ইমরান প্রমুখ।
এছাড়াও সংলাপে আরও উপস্থিত ছিলেন অন্যান্য সংগঠনের সদস্যবৃন্দ, গণমাধ্যম কর্মীরা, ইকোমেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ হাফিজুর রহমান হাফিজ, ইয়ূথনেটের জেলা সমন্বয়কারী মোঃ ইমাম হোসেন এবং তরুণ জলবায়ুকর্মীরা। সংলাপে বাল্যবিবাহ প্রতিরোধে, লিঙ্গ সমতা, জেন্ডার বৈষম্য নিয়ে সামাজিক খারাপ রীতিনীতি, প্লাস্টিক ও বিষ দিয়ে মাছ ধরায় সুন্দরবনের ক্ষতি, অবৈধ ভাবে খাল দখল, সুপেয় পানি, পরিবেশগত কর্মকাণ্ডে কিশোরদের সম্পৃক্তকরণ, কৃষি উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়।