রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি। দেবহাটা শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করলেন ডি,সি,এস,পি ও কেন্দ্রীয় সমন্বয়ক শিক্ষকবৃন্দ । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হন আসিফ হাসান।
সাতক্ষীরার দেবহাটা উপজেলার আশকারপুর গ্রামের শহীদ আসিফ হাসান ঢাকা নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থীর বাড়িতে যান সাতক্ষীরা জেলা প্রশাসক এসপি মহোদয় ও ঢাকা কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও নর্দান ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ। এসময় তাঁরা শহীদ আসিফ হাসান এর কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা এসপি মতিউর রহমান সিদ্দিকী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদৌস আলফা, দেবহাটা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদ হোসেন,উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর তালেব হোসেন,মোহাম্মদ রাকিব হাসান ও কেন্দ্রীয় সমন্বয়ক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদুল হাসান মাহমুদ, নর্দান বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আহসান নাঈম, শাকিব, রাকিব প্রমূখ।