রফিকুল ইসলাম মন্টু দেবহাটা প্রতিনিধি। বাল্য বিবাহ বন্ধ করি, শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ি, এই স্লোগানকে সাসনে রেখে দেবহাটা উপজেলার ৫ টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে ও দেবহাটা এরিয়া প্রোগ্রাম এবং সুশীলনের আয়োজনে দেবহাটা ফুটবল মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে ও জোসনা বালার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো: শরীফ নেওয়াজ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান, উপজেলা নারী বিষায়ক কর্মকর্তা নাসরিন নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন, উপজেলা কৃষি কর্মকর্তা শওকাত ওসমান ও দেবহাটা উপজেলা ৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগন ।
অনুষ্ঠান চলাকালে চেয়ারম্যান ও মেম্বার গন অনুষ্ঠানকে প্রত্যাখ্যান করে চেয়ার ছেড়ে উঠে চলে যান।
এসময় জানানো হয়,বাল্যবিবাহের কারণে শিশু ও মাতৃমৃত্যর ঝুঁকি বৃদ্ধির কমাতে গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ও যুব ফোরাম , উঠান বৈঠক, সভা, কর্মশালা, ক্যাম্পেইন, পট গান ও নাটক প্রদর্শন সহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।