ডুমুরিয়ায় ট্রাকচাপায় বাইক আরোহী এক নারী কনস্টেবল নিহত হয়েছেন। নিহত ফারজানা ইয়াসমিন (২৭) ডুমুরিয়া থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
রোববার রাত ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে বলে খুলনার এসপি টিএম মোশাররফ হোসেন জানান।
স্থানীয়দের বরাত দিয়ে ওই থানার ওসি এমএ হক বলেন, “রোববার রাত ৮টার দিকে ফারজানা তার ভাইয়ের বাইকে খুলনা থেকে ডুমুরিয়ার উদ্দেশে রওনা হন। গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফারজানা ইয়াসমিনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ট্রাকটি আটক করে।“
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি এমএ হক।