বাঘারপাড়া (যশোর)প্রতিনিধি। দেশব্যাপী আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে বাঘারপাড়া উপজেলায় চৌরাস্তায় ’’দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের বাঘারপাড়া উপজেলার পিএফজি ও ওয়াইপিএজি এর মাধ্যমে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পিএফজির কোঅর্ডিনেটর ইকরামুল কবির, পিস এ্যাম্বাসেডর কলেজের অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ, পিস এ্যাম্বাসেডর দিলরুবা পারভিন, প্রণয় বিশ্বাস ও মো: নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা শরিফুল ইসলাম, জাকের পার্টির উপজেলা কমিটির সভাপতি লিটন মোল্লা, আদিবাসি সংগঠনের সভাপতি প্রহল্লাদ বাগচী, ধর্মীয় নেতা মাওলানা: আবুল বাশার ,ওয়াইপিএজির সদস্য রিয়াজ হোসেন, মোস্তফা আমির ফয়সালসহ সুজন, পিএফজি ও ওয়াইপিএজির অন্যান্য সদস্যবৃন্দ এবং দলমত নির্বেশেষে অন্যান্য জনসাধারনগণ সতস্ফুর্তভাবে অংশগ্রহন করেন। এসময় বক্তরা বলেন ,সহিংসতা নয় সমপ্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, এটিই হলো আজকের দিনের অঙ্গিকার।