1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
গোয়ালে ঘুমালে ও পরিষ্কার করলে ক্যান্সার সেরে যায়-ভারতীয় মন্ত্রী - টেলিগ্রাফ বাংলাদেশ
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার নিয়োগ, আবেদন চলবে ২১ মার্চ পর্যন্ত লবণ রপ্তানি ও বায়ুশক্তি: কক্সবাজারের নতুন অর্থনৈতিক সম্ভাবনা রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সংকট, তহবিল বৃদ্ধির আহ্বান জাতিসংঘ মহাসচিবের ‘শাপলা কাপ অ্যাওয়ার্ড’ পেলো গৌরীপুরে ২৪ জন গৌরীপুর ক্ষুদ্র ব্যাবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত  শ্যামনগর পৌরসভায় প্রায় ২ বছর পর জম্ম নিবন্ধন জটিলতার অবসান শরণখোলায় বিএনপি নেতার পক্ষে মহিলা দল ও  এতিম শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ  অভয়নগরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার  বিতরণ  শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে সেনাবাহিনীর হাতে আটক-৩ সুন্দরবনের গাছের ডাল থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করলো দুই জেলে

গোয়ালে ঘুমালে ও পরিষ্কার করলে ক্যান্সার সেরে যায়-ভারতীয় মন্ত্রী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৬৭ জন খবরটি পড়েছেন

গরু, গোবর আর গরুর মূত্র নিয়ে ভারতীয়দের কাণ্ড-কারখানার শেষ নেই। বিভিন্ন সময়ে গোবর ও গোমূত্র নিয়ে তারা সংবাদের শিরোনাম হয়েছে। কখনও রাজনৈতিক ব্যক্তিত্ব, কখনও বা মন্ত্রী, আবারও কখনও বা বিচারক বা সাধারণ কোনও ব্যক্তি।

গরু নিয়ে তাদের উদ্ভট বিভিন্ন মন্তব্যে দানা বেঁধেছে নানা বিতর্ক। সর্বশেষ আবারও বিতর্কিত সন্তব্য সামনে এলো গরু নিয়ে। ভারতের এক মন্ত্রী দাবি করেছেন, গরুর সেবা করলে রক্তচাপ কমে যায়।

এমনকি গোয়ালঘরে ঘুমালে এবং তা নিয়মিত পরিষ্কার করলে ক্যান্সার রোগের নিরাময় হয় বলেও দাবি করেছেন তিনি। রোববার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ওই মন্ত্রীর নাম সঞ্জয় সিং গাঙ্গওয়ার। তিনি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আখ উন্নয়নের জুনিয়র মন্ত্রী। তিনি বলেছেন, ক্যান্সার রোগীরা গোয়ালঘর পরিষ্কার করে এবং সেখানে শুয়ে নিজেকে নিরাময় করতে পারে। এছাড়া গরু পালন করে এবং তাদের সেবা করে ১০ দিনের মধ্যে রক্তচাপের ওষুধের ডোজ অর্ধেকে নামিয়ে আনা যেতে পারে।

উত্তর প্রদেশের এই মন্ত্রী জনগণকে তাদের বিবাহ বার্ষিকী এবং তাদের সন্তানদের জন্মদিনের অনুষ্ঠান গরুর গোয়ালঘরে উদযাপন করার আহ্বানও জানিয়েছেন।

এনডিটিভি বলছে, রাজ্য সরকারের আখ উন্নয়নের জুনিয়র এই মন্ত্রী রোববার তার নির্বাচনী এলাকা পিলিভীতের পাকাদিয়া নওগাওয়ানে গরুর আশ্রয়স্থল বা গোয়ালের উদ্বোধনের সময় জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব মন্তব্য করেন।

গৌশালার উদ্বোধনে গিয়ে হিন্দিতে ভাষণ দেওয়ার সময় মন্ত্রী বলেন, “যদি কোনো রক্তচাপের রোগী থাকে… এখানে গরু আছে। ওই ব্যক্তির উচিত প্রতিদিন সকাল-সন্ধ্যায় একটি গরুর পিঠে হাত বোলানো এবং তাকে সেবা করা। এতে করে মাত্র ১০ দিনের মধ্যেই ওষুধের মাত্রা ২০ মিলিগ্রাম থেকে ১০ মিলিগ্রামে নেমে আসবে। আমি আপনাকে যা বলছি, এটি একটি পরীক্ষিত জিনিস।”

সঞ্জয় সিং গাঙ্গওয়ার আরও দাবি করেন, “ক্যান্সারের রোগী যদি গোয়ালঘর পরিষ্কার করা শুরু করে এবং সেখানে শুয়ে থাকে, তাহলে ক্যান্সারও সেরে যায়। আপনি যদি শুকনো গোবর আগুনে পোড়ান, তাহলে আপনি মশা দূর করতে পারবেন।অর্থাৎ গরুর সব কিছুই কোনও না কোনওভাবে উপকারি,তার সব কিছু কাজে লাগে।”সূত্র ঢাকাপোষ্ট

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews