সোমবার (৪ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির। প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যুদ্ধবিমানটি পাঞ্জাবের আদমপুর থেকে উড্ডয়ন করেছিল এবং এটি অনুশীলনের জন্য আগ্রার দিকে যাচ্ছিল।
কর্মকর্তারা আরও বলেন, বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। এ ঘটনার তদন্তের জন্য আদালতের নির্দেশ দেয়া হবে।
দুর্ঘটনাস্থলের প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে, আগ্রার সোঙ্গা গ্রামের একটি খোলা মাঠে পড়ে থাকা বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। আর স্থানীয় মানুষজন জ্বলন্ত বিমান থেকে কয়েক ফুট দূরে দাঁড়িয়ে আছে।
তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে জানা যায়নি। এছাড়া দুর্ঘটনার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ভারতীয় বিমান বাহিনী। সময় নিউজ