ভারতে যেয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা-নির্যাতনের ভিত্তিহীন বক্তব্য প্রচার ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন ফরিদপুরের সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিগণ। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ৫ আগস্টের পর ফরিদপুরে হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন করা হচ্ছে বলে যেই বক্তব্য প্রচার করা হচ্ছে সেখানকার নানা অখ্যাত চ্যানেলে তার কোন সত্যতা নেই। ফরিদপুরে আমরা অনেক ভালো আছি।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সম্পর্কিত এক মতবিনিময় সভায় বক্তাগণ একথা বলেন।
স্থানীয় যুবদলের উদ্যোগে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু তিনি বলেন, শেখ হাসিনাকে পালিয়ে যেতে দেয়া কোনমতেই ঠিক হয় নাই। কারণ সেখানে নিজেকে নিরাপদে রেখে তিনি একের পর এক ষড়যন্ত্র করছেন। লাখো কর্মীদের বিপদে ফেলে পালিয়ে যাওয়া হাসিনা এখন দেশের ১৮ কোটি মানুষকে বিপদে ফেলতে উদ্যত হয়েছে। তার এই ষড়যন্ত্র কোনভাবেই সফল হবেনা।