1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
বাঘারপাড়ায় পিএফজি’র আয়োজনে সম্প্রীতি বাজায় রাখার আহ্বানে মানববন্ধন - টেলিগ্রাফ বাংলাদেশ
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নারীর প্রতি সহিংসতা রোধে পুলিশের বিশেষ হটলাইন ভৈরবে মরা গরুর মাংস বিক্রি, কসাইয়ের কারাদণ্ড ও জরিমানা বাঘারপাড়ায় ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন বাঘারপাড়ায় আদিবাসি জনগোষ্ঠির সাথে সম্প্রীতি স্থাপনে মতবিনিময় সভা ৮০ বছরের বৃদ্ধা মাকে ছাগলের ঘরে বন্দি, উদ্ধার করলো প্রশাসন বাঘারপাড়ায় ১৫০ কৃষক কে গ্রীষ্মকালীন বীজ ও সার বিতরণ শরণখোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলামের পদত্যাগ যশোরে রাষ্ট্রদ্রোহ মামলা: অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেলেন তারেক রহমান কোহলির ভবিষ্যদ্বাণী, বিশ্ব ক্রিকেট শাসন করবে ভারত

বাঘারপাড়ায় পিএফজি’র আয়োজনে সম্প্রীতি বাজায় রাখার আহ্বানে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর উদ্যোগে রাজনৈতিক , ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং আন্তঃধর্মীয় স¤প্রীতি বজায় রাখার আহবানে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার চৌরাস্তায় এসংক্রান্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তরা এসময় বলেন, সামপ্রতিক সময়ে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভাজন সৃষ্টির অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে, যা আমাদের সামাজিক বন্ধন, ধর্মীয় সম্প্রীতি এবং উন্নয়ন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষত, কিছু ধর্মীয় সংগঠনের কার্যক্রম আমাদের সহাবস্থানের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে। এ প্রেক্ষাপটে, দেশবাসীকে
ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলার আহবান জানানো হয়।

মানববন্ধনে পিএফজির পিস অ্যাম্বাসেডর অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পিএফজি কো-অর্ডিনেটর ইকরামুল কবির মিঠু , শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ওহিদুজ্জামান , বাজার কমিটির সভাপতি মশিউল আজম, সাধারণ সম্পাদক সেলিম রেজা ,সাংবাদিক প্রদীপ কুমার। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জাকের পার্টির সভাপতি লিটন মোল্লা, পৌর বিএনপির কৃষক দলের সভাপতি নাজিম উদ্দীন, মহিলা দলের নেত্রী দিলরুবা পারভীন, পুজা পরিষদ নেতা প্রণয় সরকার, পিএফজির স সমন্বয়কারী হাফিজুর রহমান, নৃগোষ্ঠীর ধর্মীয় নেতা প্রহল্লাদ বিশ্বাস, খ্রিষ্টান ধর্মীয় নেতা উত্তম কুমার মন্ডল,ওয়াইপিএজির সমন্বয়কারী রিয়াজ হোসেন, সহ-সমন্বয়কারী টগর হোসেন, সদস্য ফয়সাল হোসেন এবং আদিবাসী নেতা চয়ন বিশ্বাস।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব, স্থানীয় কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচির সার্বিক তত্ত¡াবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আশরাফুজ্জামান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews