প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। বৈষম্যমুক্ত দেশ ও জাতি গড়তে মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডক্টট মনিরুজ্জামান মণি।
রোববার (২২শে ডিসেম্বর) বেলা ১২টার দিকে শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ডক্টট এম. মনিরুজ্জামান মনি।
মতবিনিময় সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যমুক্ত দেশ ও জাতি গড়তে এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় মুক্তিযোদ্ধাদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডক্টর মনিরুজ্জামান মণি।
বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে শ্যামনগর উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সোলায়মান কবীরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান জি.এম লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা বারেক আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা ডা. মুজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কালিদাস কর্মকার, বীর মুক্তিযোদ্ধা নিরাপদ বাইক, বীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা হাশেম আলী,বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান,বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম (দুলু), উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা কামাল, উপজেলা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা আলহাজ্ব শেখ আফজালুর রহমান, কার্যনির্বাহী সদস্য আবু সাঈদ, সাংবাদিক এম কামরুজ্জামান, এস এম মিজানুর রহমান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান প্রমুখ।