স্টাফ রিপোর্টার
সপ্তাহ না পেরোতেই এবার পাকিস্তানের হামলার শক্ত জবাব দিল আফগাঁনিস্তান। গত সপ্তাহে (২৪ ডিসেম্বর) হঠাতই প্রতিবেশী দেশের ভেতরে দুই দফায় বিমান হামলা চালায় পাক বাহিনী। ভয়াবহ ওই হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫১ আফগান নিহত হয়। শনিবার (২৮ ডিসেম্বর) সেই হামলার জবাবও দিয়েছে আফগান তালেবান। তাতে অন্তত ১৯ জন পাক সেনা নিহত হয়।
পাকিস্তানের হামলার নিন্দা জানিয়েছিল তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে আফগান ভূখণ্ডে পাকিস্তানের সবশেষ হামলার নিন্দা জানিয়ে এটিকে ‘বর্বর’ ও ‘স্পষ্ট আগ্রাসন’ বলে অভিহিত করে।
বিবৃতিতে এই কাপুরুষোচিত কাজের জবাব দেয়া হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া ভূখণ্ড ও সার্বভৌমত্বের সুরক্ষার বিষয়টিকে আফগানিস্তান তার অবিচ্ছেদ্য অধিকার বলে মনে করে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সপ্তাহ না পেরোতেই সীমান্তে আফগান সীমান্তরক্ষী বাহিনী হামলা চালালো।
আফগান মিডিয়া, আফগান অন্তর্বর্তী সরকারের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সীমান্ত ক্রসিং পয়েন্টগুলোতে আফগানিস্তান ও পাকিস্তান বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে।
অন্যদিকে চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি চেকপোস্টে আফগান ও পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় এক পাকিস্তানি সৈন্য নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন, সরকারি সূত্র জানিয়েছে।
সূত্রগুলো জানায়, স্থানীয় সময় সকাল ১০টার দিকে এই সংঘর্ষ শুরু হয়, যেখানে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের উপরের কুররাম জেলা এলাকায় চেকপোস্টে ভারী ও হালকা অস্ত্র ব্যবহার করা হয়।
ইসলামাবাদ কর্তৃপক্ষ এখনও এই ঘটনার উপর অফিসিয়াল কোনও বিবৃতি দেয়নি।
আফগান মিডিয়া, আফগান অন্তর্বর্তী সরকারের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সীমান্ত ক্রসিং পয়েন্টগুলোতে আফগানিস্তান ও পাকিস্তান বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে।
এই সংঘর্ষটি ঘটেছে পাকিস্তানি সেনাবাহিনীর আফগানিস্তানের পক্তিকা প্রদেশে মঙ্গলবার রাতে বিমান হামলার পর, যাতে ৫১ জন নিহত হয়।