1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে বয়স্ক ভাতার বই নিয়ে অনিয়মের অভিযোগ সমাজকর্মী রেবেকা আখতারের বিরুদ্ধে - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :

অভয়নগরে বয়স্ক ভাতার বই নিয়ে অনিয়মের অভিযোগ সমাজকর্মী রেবেকা আখতারের বিরুদ্ধে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১১৬ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
যশোরের অভয়নগর উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী রেবেকা আখতারের বিরুদ্ধে বয়স্ক ভাতার বই নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বুধবার দুপুরে পুস্প রাণী অধিকারী নামে এক অসহায় বৃদ্ধা নারী সুষ্ঠু বিচার পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। তিনি উপজেলার নওয়াপাড়া (দক্ষিণ) গ্রামের কৃষ্ণপদ অধিকারীর মেয়ে।

অভিযোগকারী পুস্প রাণী অধিকারী বলেন, আমার ভাই নারায়ন চন্দ্র অধিকারী বয়স্ক ভাতাভোগী অবস্থায় মারা যান। ভাইয়ের মৃত্যুর পর বৌদির নামে বই করে দেওয়ার কথা বলে ওই ভাতার বইটি হাতিয়ে নেন ইউনিয়ন সমাজকর্মী রেবেকা আখতার। সেই সময় বইয়ে জমা থাকা আট হাজার টাকা আত্মসাত করাসহ মোটা অংকের টাকার বিনিময়ে বইটি অন্যের নামে করিয়ে দেন তিনি। পুস্প রাণী অধিকারী আরো বলেন, সম্প্রতি আমার মা রেনু বালা অধিকারী মারা যাওয়ার পর আমি অসহায় অবস্থায় জীবন যাপন করছি। যে কারণে মায়ের বয়স্ক ভাতার কার্ড আমার নামে করার জন্য আবেদন করেছি। কিন্তু ইউনিয়ন সমাজকর্মী রেবেকা আখতার আমার নামে করতে রাজি না হয়ে বইটি হাতিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন। যাতে পূর্বের ন্যায় টাকার বিনিময়ে বইটি অন্যের নামে করিয়ে দিতে পারেন। তার এসব অনিয়মের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর সুষ্ঠু বিচার ও প্রতিকার পেতে লিখিত অভিযোগ করেছি।

অভিযুক্ত ইউনিয়ন সমাজকর্মী রেবেকা আখতার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগ উদ্দেশ্যমূলক ও বানোয়াট। কয়েক বছর আগের ঘটনা কেন্দ্রীক আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, পুস্প রাণী অধিকারী নামে এক নারীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুককে দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews