বাংলাদেশে ঈদুল ফিতরের ছুটির মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অব্যাহত রয়েছে। সর্বশেষ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের পাঁচজনসহ মোট ১১ জন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় গত ২ এপ্রিল বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান একটি পরিবারের বাবা, মা ও দুই শিশু কন্যা। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন পরিবারের কলেজপড়ুয়া মেয়ে তাসনিম ইসলাম প্রেমা।
দুর্ঘটনার বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান ও দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বিবিসিকে জানান, এখনো দুইজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, বরিশালের পিরোজপুর জেলা থেকে ঈদের ছুটি কাটাতে কক্সবাজারে গিয়েছিলো এই পরিবারটি। তবে আনন্দের সেই ভ্রমণ শেষ হয় এক মর্মান্তিক দুর্ঘটনায়।
ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শোক প্রকাশ করেন এবং দেশের সামগ্রিক সড়ক ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।