বাঘারপাড়া প্রতিনিধি। সোমবার যশোরের বাঘারপাড়ায় বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের রাফায় ও গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এদিন ফিলিস্তিনে ইসরাইলের বর্বর গণহত্যার প্রতিবাদে যশোরের বাঘারপাড়ায় গ্রীন টাচ কর্তৃক পরিচালিত ইবিএম স্কুলের শিক্ষার্থীরা মিছিল-সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিলটি প্রতিষ্ঠানটির আশপাশ এলাকা প্রদক্ষিণ শেষে উক্ত স্কুল মাঠে এসে শেষ হয়। এসময় প্রতিষ্ঠানটির শিক্ষকবৃন্দ তাদের বক্তৃতায় ইহুদি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে দোকানদারদের ইহুদি পণ্য বিক্রি না করার জন্য অনুরোধ জানান।
সোমবার সকালে উপজেলার ধূপখালি গ্রামে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন, গ্রীন টাচ বাংলাদেশের পরিচালক আবু হুরায়রা পিকুল, ইবিএম স্কুলের প্রধান শিক্ষিকা উম্মে জান্নাতুল, সহকারী শিক্ষক সুলতান মাহমুদ, মেহেদী হাসান, ডলি খাতুন, সোনিয়া খাতুনসহ অন্যান্যরা।
এদিকে একই দিনে দুপুর আড়াইটার পর সর্বসাধারণের ব্যানারে ফিলিস্তিনে ইসরাইলের বর্বর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে। এসময় বক্তব্য রাখেন মাওলানা: বেলাল হুসাইন, মাওলানা: ফজলুল করিমসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।