1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
বাঘারপাড়ায় ধানক্ষেতে পোকা আর ঝড়ের ভয়, কৃষকেরা দিশেহারা - টেলিগ্রাফ বাংলাদেশ
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মিটফোর্ড হত্যাকাণ্ড: ‘নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা’, সন্দেহ মির্জা ফখরুলের এসএসসিতে অকৃতকার্যদের বিক্ষোভ: সাপ্লিমেন্টারি ও কলেজে ভর্তির দাবি ইউএস-বাংলা এয়ারলাইনসে এক্সিকিউটিভ পদে নিয়োগ, বেতন পঁয়ত্রিশ হাজার দৌলতপুর সীমান্তে পিস্তল, গুলি ও মাদকসহ ইউপি সদস্য আটক মনিরামপুরে ট্রাক দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত ভালুকায় গলাকাটা অবস্থায় মা ও দুই শিশুর লাশ, দেবর পলাতক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান,বাঘারপাড়ায় উদ্ধার ২ কোটি টাকার স্বর্ণ জিয়াউর রহমান ও তারেক রহমানের অবমাননাঃ ইবি ক্যাম্পাস বিক্ষোভে উত্তাল ‘৪৮ লাখ টাকা ডোনেশনের দাবি মিথ্যা, এটি ব্যক্তিগত সুবিধা না পাওয়ার জের’: এনসিপি নেতা ইমামুর রশিদ ডাম্বুলায় দাপুটে জয়, সিরিজে সমতায় বাংলাদেশ

বাঘারপাড়ায় ধানক্ষেতে পোকা আর ঝড়ের ভয়, কৃষকেরা দিশেহারা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৩১ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি। যশোরের বাঘারপাড়া উপজেলায় রবি মৌসুমের শেষ দিকে ধানের ক্ষেতে কারেন্টপোকার আক্রমণে শঙ্কিত হয়ে পড়েছেন কৃষকরা। কীটনাশক প্রয়োগ করেও পোকা দমন সম্ভব হচ্ছে না, ফলে অনেকে বাধ্য হয়ে কাঁচা ধান কেটে ঘরে তুলছেন। একইসঙ্গে কৃষকরা কালবৈশাখী ঝড়ের আশঙ্কাতেও ভুগছেন।

উপজেলার দরাজহাট, জামদিয়া ও নারিকেবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন মাঠে এমন চিত্র দেখা গেছে। জলেশ্বর বিলের কৃষক আবুল হোসেন জানান, তিনি আড়াই একর জমিতে রড মিনিকেট জাতের ধান আবাদ করেছেন। তবে অর্ধেক ধান পাকার পরই কারেন্টপোকার আক্রমণে তিন বিঘা জমির গাছ শুকিয়ে গেছে। কীটনাশক প্রয়োগ করেও সাফল্য মেলেনি, পাশাপাশি কৃষি অফিস থেকেও কোনো সহায়তা পাননি তিনি।

একই এলাকার কামাল হোসেনও এক একর জমির মধ্যে এক বিঘার কাঁচা ধান কাটতে বাধ্য হন। তিনি অভিযোগ করেন, কারেন্টপোকার আক্রমণের সময় ব্লক সুপারভাইজারদের কোনো খোঁজ পাওয়া যায়নি। জামদিয়া ইউনিয়নের কৃষক বিপুল বিশ্বাস জানান, তার এক বিঘা জমির চার কাঠা ধান নষ্ট হয়েছে। পোকা গাছের রস চুষে নিলে গাছ শুকিয়ে পড়ে এবং ধান আর পাকতে পারে না, এমনকি গরুরাও সেই খড় খেতে চায় না।

নারিকেবাড়িয়া ইউনিয়নের খানপুর গ্রামের আবু সাঈদ, সন্ন্যাসী মন্ডল, অশোক দাস এবং শংকর বিশ্বাসসহ আরও অনেক কৃষক একই সমস্যার কথা জানিয়েছেন। তারা বলছেন, কারেন্টপোকার পাশাপাশি কালবৈশাখীর ভয় থাকায় অনেকে এখন কাঁচা ধান কাটছেন।

উপজেলা কৃষি অফিস জানায়, এবছর বাঘারপাড়ায় ১৬,৫৭৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যার মধ্যে উফশী জাতের ধান বেশি। রড মিনিকেট জাতের ধানের আবাদ হয়েছে সবচেয়ে বেশি জমিতে। কৃষি অফিসার সাইয়েদা নাসরিন জাহান জানান, মাঠের ৭০ শতাংশ ধান ইতোমধ্যে পেকে গেছে এবং কৃষকরা ধান কর্তন শুরু করেছেন।

তিনি আরও জানান, কারেন্টপোকা দমনে জমিতে বিলিয়ে কীটনাশক প্রয়োগ করতে হবে। একই সঙ্গে তিনি আশার কথা শোনান যে, আগামী রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা কারেন্টপোকা নিধনে সহায়ক হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews