স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)। যশোরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ২৩টি স্টাডি সেন্টারে এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক (৮ম শ্রেণি পাশের সনদ নেই) এমন শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল আড়াইটায় শুরু করে বিকাল সাড়ে চারটা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী এই পরীক্ষা যশোরের মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষা চলাকালিন সময়ে উপস্থিত ছিলেন, বাউবির ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক জাহেদ মান্নান, বাউবির আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) সেখ সোহেল আহমেদ ও কেন্দ্র সচিব অধ্যক্ষ মো. খায়রুল আনাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাউবির উপ আঞ্চলিক পরিচালক লুৎফুন আরা পিনু,সহকারী প্রধান শিক্ষিকা ফারজানা করিম, সিনিয়র শিক্ষক এসএম ফারুক আহমেদ, জগদীশ দাস, মো. নাসির উদ্দীন, স্বপন কুমার ঘোষ প্রমুখ।
বাউবির আঞ্চলিক পরিচালক সেখ সোহেল আহমেদ জানান,২০২৫-২৬ শিক্ষাবর্ষে বাউবির এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক ( যাদের ৮ম শ্রেণি পাশের সনদপত্র নেই) এমন আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল-২৭২জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২১৪জন। অনুপস্থিত রয়েছেন-৫৮জন। এই ভর্তি পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বহিস্কার হয় নাই।