বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। বাঘারপাড়ায় পিস ফ্যসিলিটেটর গ্রুপের সম্মিলিত অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। রোববার (২৭ এপ্রিল) এফসিডিও এর আর্থিক সহায়তায় এবং দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আওতায় পিএফজি বাঘারপাড়ার উদ্যোগে এ সভা বাস্তবায়িত হয়।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় অংশ নেন স্থানীয় রাজনৈতিক, ধর্মীয় ও ক্ষুদ্র নৃগোষ্ঠি সংগঠনের নেতৃবৃন্দ। এসময় আব্দুর রহিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও পিস অ্যাম্বাসেডর মাসুদ আলম টিপু, দিলরুবা পারভিন, পিস অ্যাম্বাসেডর ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা প্রনয় সরকার, জাতীয় পার্টির উপজেলা কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম, জাকির হোসেন, খ্রিষ্ঠান প্রতিনিধি উত্তম কুমার মন্ডল, আদিবাসি সংগঠনের সাধারন সম্পাদক প্রহল্লাদ কুমার বাগচী,অন্যান্য রাজনৈতিক দলের নজরুল ইসলাম, অনিল কুমার ইন্দ্র, শিক্ষক বিনয় কুমার, সাংবাদিক হুমায়ুন কবির, প্রদীপ বিশ্বাস, সাঈদ ইবনে হানিফ, তহমিনা খাতুন, মদিনা খাতুন, রিনা আক্তার এবং দি হাঙ্গার প্রজেক্টের রিজিওনাল কো-অর্ডিনেটর খোরসেদ আলম।
আলোচনায় বক্তারা ইউনিয়নভিত্তিক শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ, সামাজিক দ্ব›দ্ব নিরসন, রাজনৈতিক বিরোধ বিশেষ করে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে দ্ব›দ্ব মীমাংসা, পিএফজির হিন্দু সদস্য ঈদগাহের জন্য জমি দান করে জাতিগত সম্প্রীতি স্থাপন, সহিংসতা প্রতিরোধে অভিভাবক সমাবেশ আয়োজন, ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে জাতিগত দ্ব›দ্ব সমাধান, মাদক, জমি ও আর্থিক বিরোধ নিরসন,ইউনিয়নভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ, নিয়মিত গ্রুপ সমন্বয়, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং নাট্য গোষ্ঠী গঠনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির বিষয়ে মত দেন।
অলোচনাসভায় উঠে আসে,নারিকেলবাড়িয়া,ধলগ্রাম,দরাজহাট,রায়পুর এবং বাসুয়াড়ি ইউনিয়নের-রাধানগর বাওড় নিয়ে সহিংসতার ঝুঁকি তুলনামূলক বেশি। এসব এলাকায় বিশেষ প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়।
পরিকল্পনা অনুযায়ী, মাসুদ আলম টিপু, প্রণয় সরকার, নজরুল ইসলাম, আব্দুর রহিম, দিলরুবা পারভিন, শফিকুল ইসলাম, হুমায়ুন কবির, প্রদীপ বিশ্বাস, সাঈদ ইবনে হানিফ, মদিনা খাতুন ও সাইফুন্নেছার সমন্বয়ে একটি জরুরি সহিংসতা প্রতিরোধ টিম গঠিত হয়। এবং একই সাথে মাসিক কর্মপরিকল্পনা ও রিপোর্টিংয়ের জন্য নির্দিষ্ট ফরমেট প্রণয়নের সিদ্ধন্ত গৃহীত হয়।