1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোস্তাফিজকে ৬ কোটি রুপিতে নিল দিল্লি ক্যাপিটালস - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আনিসুল, স্বপদে বহিষ্কৃতরাও নিরাপত্তাহীনতায় পুড়ছে শ্রমিকের জীবন: তামিশনা গ্রুপে ছয় মাসে পাঁচ দুর্ঘটনা ফেনীর সোনাগাজীতে পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার দৌলতপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা পিটার হাসের সঙ্গে বৈঠক হয়নি: এনসিপির নাসিরউদ্দীন পাটোয়ারী শেখ পরিবারকে ‘চোর-ডাকাত’ বললেন জামায়াতের শামীম সাঈদী জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণ জামায়াত ভণ্ড ইসলামী পার্টি: ফটিকছড়িতে হেফাজত আমিরের বিস্ফোরক মন্তব্য জাবিতে জুলাই হামলায় জড়িত ৭৩ শিক্ষার্থীর সনদ বাতিল ফেনীতে দুই রোহিঙ্গা শরণার্থী কে পাচারের চেষ্টাকালে দালাল গ্রেপ্তার

মোস্তাফিজকে ৬ কোটি রুপিতে নিল দিল্লি ক্যাপিটালস

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৫৯ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

আইপিএলের চলমান মৌসুমে নিলামে অবিক্রিত থাকার পর বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ৬ কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার–ম্যাগার্ক ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোয় তার জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে মোস্তাফিজকে।

দিল্লি ক্যাপিটালস সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর নিশ্চিত করে। আইপিএলের ওয়েবসাইটেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তবে শেষ পর্যন্ত তাকে তিন গুণ মূল্যে দলে টেনেছে দিল্লি।

বর্তমান আইপিএলে দিল্লি ক্যাপিটালস ১১ ম্যাচে ৬ জয় নিয়ে ১৩ পয়েন্টসহ পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। লিগ পর্বে তাদের বাকি আছে আরও তিনটি ম্যাচ। একাদশে জায়গা পেতে মোস্তাফিজকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে দুই বাঁহাতি পেসার মিচেল স্টার্ক ও থাঙ্গারাসু নটরাজনের সঙ্গে। যদিও স্টার্কের আইপিএলে ফেরার বিষয়টি এখনও অনিশ্চিত।

ভারত–পাকিস্তান পাল্টাপাল্টি হামলার কারণে আইপিএল এক সপ্তাহের বিরতিতে গেছে। এই সময়ে অনেক বিদেশি খেলোয়াড় নিজ নিজ দেশে ফিরে গেছেন। বিরতির পর ১৭ মে থেকে পুনরায় শুরু হবে প্রতিযোগিতা। দিল্লির পরবর্তী ম্যাচ ১৮ মে গুজরাট টাইটানসের বিপক্ষে।

অন্যদিকে, বাংলাদেশ জাতীয় দলও ১৭ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ শুরু করবে। এই সিরিজের স্কোয়াডে রয়েছেন মোস্তাফিজুর রহমান। ফলে আইপিএলে খেলার আগে জাতীয় দলের দায়িত্ব পালন করে আজই ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।

মোস্তাফিজ এর আগে ২০২২ ও ২০২৩ মৌসুমে দিল্লির হয়ে খেলেছিলেন এবং দুটি মৌসুম মিলিয়ে ৯টি উইকেট নিয়েছিলেন। আইপিএলের সামগ্রিক পরিসংখ্যানে বাঁহাতি এই পেসারের ঝুলিতে রয়েছে ৫৭ ম্যাচে ৬১টি উইকেট। দিল্লি ছাড়াও তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে।

এই চুক্তির মাধ্যমে মোস্তাফিজ এখন পর্যন্ত আইপিএলে সবচেয়ে বেশি দামে দলে নেওয়া বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েছেন। এর আগে ২০০৯ সালে কলকাতা নাইট রাইডার্স ৬ লাখ ডলারে মাশরাফি বিন মুর্তজাকে দলে নিয়েছিল, যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ ছিল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews