শ্রীনগর ও লৌহজং সংবাদদাতা।
মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজংয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন স্কুল শিক্ষক নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনাগুলো ঘটে।
নিহত মাসুদ রানা (৪৫) হলি কেয়ার স্কুলের শিক্ষক। ঈদ উদযাপন করতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দক্ষিণবঙ্গের মাদারীপুরে যাচ্ছিলেন তিনি। দুর্ঘটনায় তার স্ত্রী সেতু (৩৪) ও দুই ছেলে নবীন (৯) ও আহিয়ান (৪) আহত হন। সিএনজি ড্রাইভার সাব্বির (২১) আহতদের মধ্যে আছেন।
শ্রীনগর-মুক্তারপুর-মুন্সীগঞ্জ সড়কের আটপাড়ার কল্লিগাঁও এলাকায় ছনবাড়ীগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে কাঠবোঝাই একটি নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা পাঁচজন গুরুতর আহত হন। তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হলে, শিক্ষক মাসুদ রানা সেখানে মারা যান।
একই দিন, লৌহজং উপজেলার উত্তর মেদেনীমণ্ডলের খান বাড়ি চৌরাস্তা সংলগ্ন এলাকায় আরেকটি দুর্ঘটনায় আহত হন দুজন। মাওয়া রেলওয়ে স্টেশন ও ওজন স্টেশনের মাঝামাঝি স্থানে একটি ট্রাক পিছন থেকে আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। ট্রাক দুটি গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে ছিল। আহতদের মধ্যে রয়েছেন রাজবাড়ির সোনাপুর বাজারের মো: খাইরুল শেখ (২৩) এবং ফরিদপুরের চন্দ্রপাড়ার সবুজ শেখ (১৭)।
শ্রীনগর ফায়ার সার্ভিসের অফিসার দেওয়ান আজাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে দুর্ঘটনাস্থল এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।