রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি। দেবহাটা উপজেলার আজিজপুর গ্রামে মোহাম্মদ রাজু মোল্লা দীর্ঘদিন যাবত কিটনি এবং হৃদরোগ সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন উন্নত চিকিৎসা করতে পারছিল না। এমন সময় পাশে দাঁড়ায় দেবহাটা উপজেলার মানবিক ব্যক্তিত্ব মানুষেরা।
মানবিক পুলিশ সদস্য আফজাল এবং ডঃ সাইফুল ইসলাম,সহ ইঞ্জিনিয়ার সুমনের ফেসবুক পোস্ট এর কারণে টাকা আসা শুরু করে এবং ঢাকাস্থ দেবহাটা সমিতির মানবিক ভাইয়েরা সহযোগিতা করতে থাকেন। এরমধ্যে রাজু মোল্লা পেয়েছেন ৩২ হাজার ৫০০ টাকা এবং প্যারালাইসিস আক্রান্ত আব্দুল্লাহ পেয়েছেন ৫ হাজার টাকা ও জহুর আলী শেখের ঘর নির্মাণ এর জন্য নগদ ৮ হাজার টাকা পেয়েছেন। এছাড়া ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দেবহাটা উপজেলা সমিতি উদ্যোগ নিয়েছেন।
সাহায্যের এ টাকা প্রদানের সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আসাদুজ্জামান, মোঃ সাহেদ মন্তাজ উপ- পরিচালক বাংলা একাডেমি ও ঢাকাস্থাহ দেবহাটা উপজেলা সমিতির তাহাজ্জুদ হোসেন হিরু, সদস্য সচিব, মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ , রাজিব হোসেন অপু, ইঞ্জিনিয়ার আল- হজ আল মাহমুদ সুমন, মোঃ শফিউল আহসান এবং এলাকার ফয়জুল ইসলাম, ডাক্তার শেখ রেজওয়ান আলী, প্রফেসর ফিরোজ কবির এবং বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম সহ অনেকেই।