1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাবেক প্রতিমন্ত্রী জাকিরের বাড়ির গেটে দুদকের ৩ নোটিশ - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন

সাবেক প্রতিমন্ত্রী জাকিরের বাড়ির গেটে দুদকের ৩ নোটিশ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩৫ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান, কুড়িগ্রাম।। সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া সুলতানা, ছেলে সাফায়াত বিন জাকির ওরফে সৌরভ ও মেয়ে জাকিয়া তাবাসসুম সঞ্চয়ীর সম্পত্তির হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক তিনটি চিঠিতে ওই নোটিশ জারি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে জাকির হোসেনের কুড়িগ্রামের রৌমারীর বাড়িতে এই নোটিশ পৌঁছে দিয়েছেন জেলা দুদক কার্যালয়ের উপসহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বাড়িতে কাউকে না পেয়ে গেটে দুদক মো. বেনজির আহম্মদের সই করা তিনটি নোটিশ লাগিয়ে দিয়েছেন।

আদেশে বলা হয়েছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন সুরাইয়া সুলতানা। দুদক আইন, ২০০৪এর ২৬(১) ধারা অনুযায়ী বিস্তারিত সম্পদ বিবরণী এ আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে ২৬(২) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই ধরনের নোটিশ অন্য দু’জনের নামেও টানানো হয়েছে।

এ বিষয়ে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী ও তার ছেলে-মেয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৪ অক্টোবর বিকেলে রাজধানীর মোহাম্মপুর থেকে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে আটক করা হয়। তার ছেলে সাফায়াত বিন জাকিরকে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি দুপুরে দক্ষিণ বনশ্রীর বাসা থেকে আটক করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews