বিডিটেলিগ্রাফ ডেস্ক
এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ (GPA 5) না পেয়ে মানিকগঞ্জে প্রধান শিক্ষকের মেয়ের আত্মহত্যার অভিযোগ করেছে গ্রামবাসী। শনিবার (১২ জুলাই) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকায় নিজ বাসার ফ্যানের সঙ্গে ঝুলে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিক্ষার্থী তানহা মুনতাজ প্রভা (১৬) ছিলেন নালী বড়রিয়া কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনতাজ উদ্দিনের ছোট মেয়ে। সে সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষায় ৪.৯৪ রেজাল্ট করেছিল।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) রাজিব উদ্দিন জানান, নিহত তানহাসহ ছয়জন সহপাঠী একসঙ্গে মিশতো। তানহা ছাড়া বাকি সবাই জিপিএ ৫ পেয়েছিল। রাজিব উদ্দিনের ধারণা, এই ক্ষোভ থেকেই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। তিনি তানহাকে একজন মেধাবী শিক্ষার্থী উল্লেখ করে বলেন, “আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি মেনে নিতে পারছি না।”
এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন কালবেলাকে জানান, বিষয়টি স্বাভাবিক একটি আত্মহত্যার ঘটনা। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হচ্ছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের প্রস্তুতি চলছে।