বিডিটেলিগ্রাফ ডেস্ক।
ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হা লং বেতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত আটজন। স্থানীয় সময় শনিবার (১৯ জুলাই) বিকেলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির মধ্যে নৌকাটি উল্টে যায়।
ভিএনএক্সপ্রেসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ডুবে যাওয়া নৌকাটিতে মোট ৫৩ জন আরোহী ছিলেন—যার মধ্যে ৪৮ জন যাত্রী এবং ৫ জন ক্রু সদস্য ছিলেন। তারা সবাই ভিয়েতনামের নাগরিক।
মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৩৪ জনের। বেঁচে ফেরা ১১ জনের মধ্যে একজন ১৪ বছর বয়সী কিশোর, যাকে উল্টে যাওয়া নৌকার ভেতর থেকে চার ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়।
যাত্রীদের বেশিরভাগই ছিলেন হ্যানয় থেকে আসা পর্যটক পরিবারের সদস্য, যাদের মধ্যে শিশুর সংখ্যা ছিল ২০ জনেরও বেশি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তীব্র বাতাসে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে জানা গেছে।
উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে। নিখোঁজদের খুঁজে বের করতে সমুদ্রে অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল। নিহত ও নিখোঁজদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।