বিডিটেলিগ্রাফ ডেস্ক।
বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ‘ধারা’ নামে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়, যা আগামী ২৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত দেশের প্রায় সব অঞ্চলে ধাপে ধাপে প্রভাব ফেলতে পারে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) সোমবার (২১ জুলাই) তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। আবহাওয়া বিশ্লেষকদের মতে, এটি একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয় এবং ব্যাপকতা ও স্থায়ীত্ব বিবেচনায় উপকূলীয় ও নিম্নাঞ্চলে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।
বৃষ্টিবলয়টির সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে। মধ্যম মাত্রার প্রভাব পড়বে ঢাকা, সিলেট ও রাজশাহী বিভাগে। ২৮ জুলাইয়ের পর রংপুর ও ময়মনসিংহ বিভাগেও মাঝারি মাত্রার প্রভাব পড়তে পারে।
চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। যদিও কালবৈশাখীর সম্ভাবনা নেই, তবে বজ্রপাত হতে পারে বিভিন্ন এলাকায়।
এছাড়া উপকূলীয় অঞ্চলে লঘুচাপের প্রভাবে দমকা হাওয়া বইতে পারে। মৌসুমি বায়ুর চাপের তারতম্যের কারণে সাগরও বেশিরভাগ সময় উত্তাল থাকতে পারে বলে জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, টানা কয়েক দিনের বৃষ্টিপাত শহরাঞ্চলে জলাবদ্ধতা তৈরি করতে পারে এবং গ্রামীণ নিম্নভূমি প্লাবিত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।