1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পটুয়াখালী জেলার চার সংসদীয় আসনের তিনটি আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী চূড়ান্ত - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন

পটুয়াখালী জেলার চার সংসদীয় আসনের তিনটি আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী চূড়ান্ত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৪৭ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ গণঅধিকার পরিষদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দেশের ৩৬টি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে পটুয়াখালী জেলার চারটি আসনের মধ্যে তিনটি আসনে প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে।

ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী, পটুয়াখালী-১ (সদর, দুমকি ও মির্জাগঞ্জ) আসনে মনোনীত হয়েছেন কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম। পটুয়াখালী-৩ (দশমিনা ও গলাচিপা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর। পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে মো. রবিউল ইসলামকে।

বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে প্রার্থীদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়।

গণঅধিকার পরিষদের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, দেশের সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উত্তরণে জনমানুষের পক্ষে বলিষ্ঠ ভূমিকায় অবতীর্ণ হওয়ার লক্ষ্যেই এ প্রার্থী ঘোষণা।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আগামি নির্বাচনে তারা তরুণ নেতৃত্বকে প্রাধান্য দিয়ে একটি গণমুখী রাজনীতির নতুন ধারা তৈরি করতে চায়।

উল্লেখ্য, গণঅধিকার পরিষদ ২০২১ সালে আত্মপ্রকাশ করে এবং এরপর থেকেই তারা দেশের বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক সক্রিয়তা দেখিয়ে আসছে। আসন্ন নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তারা একটি কার্যকর গণতান্ত্রিক পরিবেশ গঠনে ভূমিকা রাখতে চায় বলে জানিয়েছে দলটির নেতারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews